দক্ষিণ সুদানে চলছে ব্যাপক হত্যাযজ্ঞ

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ সুদানে এক সপ্তারও বেশি সময়ের লড়াইয়ের মধ্যে ব্যাপক জাতিগত হত্যাযজ্ঞের নতুন নতুন আলামত পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট সালভা কিরের জাতিগত দিনকা গোষ্ঠী এবং তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকারের জাতিগত নুয়ের গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে দেশটিতে চলছে সহিংসতা। নিরাপত্তা বাহিনী ২শ’র বেশি মানুষকে গুলি করে হত্যা করেছে। এদের বেশিরভাগই নুয়ের জাতিগোষ্ঠীর। তাছাড়া, সংখ্যাগরিষ্ঠ দিনকা গোষ্ঠীর বন্দুকধারীরা নুয়ের অধুষ্যিত এলাকাগুলোতে গুলি করে মানুষ হত্যা করছে বলে জানিয়েছেন আরেকজন। গত সপ্তায় রাজধানী জুবায় প্রথম লড়াই শুরু হওয়ার পর ম্যাকারের সমর্থক বিদ্রোহীরা রাজধানীর উত্তরে বেইনতিউ এবং বোর শহর দখল করে নিয়ে দক্ষিণ সুদান জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ম্যাকারের বিরুদ্ধে অভ্যূত্থান প্রচেষ্টার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট কির। এ অভিযোগ অস্বীকার করেছেন ম্যাকার। ওদিকে, সরকারও কোনো জাতিগত সহিংসতায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। কির এবং ম্যাকারের মধ্যকার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থেকে দেশটিতে নুয়ের এবং দিনকা জাতিগোষ্ঠীর মধ্যে পুরোদস্তুর সংঘাত বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সহিংসতায় এরই মধ্যে দক্ষিণ সুদানে সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৫শ। তবে ত্রাণসংস্থাগুলো নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে।