ত্রিরতেœর মা হলেন মেহেরপুরের টুঙ্গি গ্রামের জলি

মেহেরপুর অফিস: একটি নয়, দুটি নয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন মেহেরপুর সদর উপজেলার টুঙ্গি গ্রামের গৃহবধূ জলি খাতুন (২৬)। তিন সন্তান জন্ম দিয়ে গর্ভকালীন চরম সময়ের সব যন্ত্রণা ভুলে গেছেন তিনি। আনন্দের সীমা নেই জন্ম নেয়া শিশুর দাদা নজরুল ইসলাম ও সিঙ্গাপুর প্রবাসী বাবা শফিউল ইসলামের পরিবারে। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে শহরের অ্যাপোলো নাসিং হোমে জলির সিজারিয়ান অপারেশন করেন গাইনি বিশেষজ্ঞ ডা. বিপুল কুমার বিশ্বাস ও অ্যানেসথেশিয়া ডা. তাপস কুমার। সংবাদটি ছড়িয়ে পড়লে বাচ্চা তিনটিকে দেখতে ক্লিনিকে ভিড় করে সাধারণ মানুষ। তিন সন্তান ও তাদের মা সুস্থ রয়েছেন।
এ প্রসঙ্গে ডা. তাপস কুমার বলেন, জীবনে বহু সিজারিয়ানে অংশ নিয়েছি। যমজ সন্তান পেয়েছি কিন্তু তিনটি সন্তান প্রসবের ঘটনা আসলেই বিরল। সবচেয়ে বড় কথা হচ্ছে, তিন সন্তান ও তাদের মা সুস্থ রয়েছেন। জন্মের পর সন্তানগুলোর প্রতিটি ওজন দুই কেজির ওপরে। অনেক সময় যমজ সন্তান হলে তাদের পরিপূর্ণতা আসে না। সফল অপারেশনের জন্য গর্বিত চিকিৎসকদ্বয়।