তালাকের পরও স্ত্রীর দখলে ঘর : ৩ মাস ধরে স্বামী ঘুরছেন পথে পথে

জীবননগর ব্যুরো: অবাধ্য স্ত্রীকে তালাক দেয়ার পরও শ্যামলী আক্তার ববি গত প্রায় ৩ মাসেও স্বামীগৃহ ত্যাগ না করে বাড়ি দখল করে রেখেছেন। অন্যদিকে তালাকপ্রাপ্ত স্ত্রী বাড়ি না ছাড়াই বেচারা স্বামী আব্দুল্লাহ আল মামুন বাড়ি ঢুকতে না পেরে পথে পথে ঘুরছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে জীবননগর শহরের পোষ্ট অফিসপাড়ায়।

জীবননগর পোষ্ট অফিসপাড়ার লিয়াকত আলীর ছেলে সিঙ্গাপুর প্রবাসী আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেছেন, তিনি একই উপজেলার সীমান্ত ইউনিয়নের ধাণ্যখোলা গ্রামের বাবলুর রহমানের মেয়ে শ্যামলী আক্তার ববিকে বিয়ে করেণ। বিয়ের পর দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। স্বামীর অবাধ্য হয়ে চলতে থাকেন স্ত্রী ববি। এ অবস্থায় গত ১৬ এপ্রিল মামুন চুয়াডাঙ্গা নোটারী পাবলিকের মাধ্যমে স্ত্রী ববিকে তালাক প্রদান করেন। তালাকের কাগজও পাঠানো হলেও ববি ঘর ছাড়ছেন না। গত প্রায় ৩ মাস ধরে তিনি ঘর দখল করে থাকাই মামুন ঘরে উঠতে না পেরে পথে পথে ঘুরে অমানবিক জীবন যাপন করছেন বলে অভিযোগে প্রকাশ।