তালপট্টির কোনো অস্তিত্ব ছিলো না: দীপু মনি

 

 

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিবলেছেন, ‘তালপট্টি নামে কোনো দ্বীপ ছিলো না। এ দ্বীপের কোনো অস্তিত্ব নেই।এটা ছিলো একটি নিম্ন প্লাবিত অঞ্চল।’১৯৪৭ সালের তথ্য-উপাত্ত এবং১৯২৫ সালের নটিফিকিশনের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিমামলার রায় দেয়া হয়েছে বলে জানান তিনি।তিনি গতকাল বুধবার দুপুর ২টায় সড়কপথেভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একটি সম্মেলনে যোগদানের আগেব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বিজিবির কোম্পানি সদর দফতরে যাত্রা বিরতিকালেসাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।সাবেকপররাষ্ট্রমন্ত্রী এবং সমুদ্রসীমা সংক্রান্ত মামলার বাংলাদেশ এজেন্ট ডা.দীপু মনি আরো বলেন,  সমুদ্রসীমা নিয়ে যে রায় হয়েছে তা ন্যায্যতার ভিত্তিতেআদালতের রায়। এ রায়ে বাংলাদেশ-ভারত উভয় দেশেরই বিজয় হয়েছে। এর মাধ্যমে দুদেশর দীর্ঘদিনের বিরাজমান অমীমাংসিত ইস্যুর নিষ্পত্তি হয়েছে।তিনি বলেন, এ রায়ের পর আর পেছনে ফেরার সুযোগ নেই। এখন উভয় দেশ আরো বন্ধুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।