তসলিমার ভিসা নিয়ে ধূম্রজাল!

 

মাথাভাঙ্গা মনিটর: তসলিমানাসরিনকে ভারত সরকার সে দেশে স্থায়ীভাবে থাকার অনুমতি নিয়ে গণমাধ্যমে নানাসংবাদ প্রকাশিত হয়েছে। এনিয়ে নানা ধূম্রজালও সৃষ্টি হয়েছে। গত শনিবারবাংলাদেশি লেখিকা ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথসিংয়ের সাথে দেখা করে তার লিখিত ‘ও আন্ধেরি দিন’ বইটি উপহার দেন। উপহারগ্রহণ করার পর মন্ত্রী জানান, তসলিমার অন্ধকার দিন শেষ হয়ে আসছে,চিন্তারআর কোনো কারণ নেই।এরপর বিভিন্ন গণমাধ্যমে তসলিমা ভারতেরস্থায়ী ভিসা পেয়েছেন মর্মে সংবাদ প্রকাশিত হতে থাকে,যা সত্য নয়। তসলিমারগতকাল রোববারের টুইট থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে।

টুইটে তিনিলিখেছেন, ‘তসলিমা ভিসা পেয়ে গেছে’- সত্যি নাকি! স্বরাষ্ট্রমন্ত্রী আমাকেনিশ্চিত করেছেন,স্থায়ীভাবে থাকার অনুমতি মিলতে আরও দুই-একমাস লাগবে। এখনওচূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।তবে ভারতের কেন্দ্রীয় সরকার প্রথমে তাকে নিরাশ করলেও এখন ক্রমশ আশার আলো দেখতে পাচ্ছেন একথা বলার অপেক্ষা রাখে না।