তথ্যগত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ

গত ৮ আগস্ট দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রথম পাতায় ‘মেহেরপুর পৌর মেয়র মতুর দায়ের করা রিট মামলা নটপ্লেচ/রিজেক্টেড ঘোষণা’ শিরোনামে প্রকাশিত সংবাদটির উৎস ছিলো প্রেসবিজ্ঞপ্তি। যা দৈনিক মাথাভাঙ্গার মেহেরপুর অফিস ও এই পত্রিকার নিজস্ব অন্য কোনো উৎসের তথ্য ছিলো না। প্রেসবিজ্ঞপ্তিতে গেলো ১৩ জুলাই ২০১৬ তারিখে পৌর মেয়রকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ শো’কজ করেন। আদালতের শো’কজ নোটিশের চ্যালেঞ্জ করে পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু রিট মামলা করেন বলে উল্লেখ্য করা হয়। মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতির বেঞ্চ মামলাটি নটপ্লেচ ও রিজেক্টেড করেননি বলে জানিয়েছেন মেহেরপুর পৌর মেয়রের ঘনিষ্ঠজনেরা। তারা জানান, রিটটি নটপ্লেচ/রিজেক্টেড বা খারিজ হয়নি। নির্মাণাধীন মার্কেটের সম্পত্তির আরএস, সিএস রেকর্ড, খাজনা ও প্রয়োজনীয় প্রমাণপত্রসহ মেয়র মন্ত্রণালয়ের নোটিশের লিখিত জবাব দিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তির বিষয়বস্তুগুলো সঠিক নয়। মেহেরপুর পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বেআইনি কোনো কাজের সাথে সম্পৃক্ত নন। সব সময় তিনি পৌরবাসীর মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। পৌরবাসীর উন্নয়নের জন্যই তিনি সবর্দা নিজেকে নিয়োজিত করেছেন। তাই একটি মহল তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্তসহ ও মেহেরপুর পৌরসভার সকল উন্নয়ন বন্ধ করার পাঁয়তারা করছে।

প্রেসবিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, তাতে মেয়রের দ্বিমত থাকায় ওই বিষয়ে দৈনিক মাথাভাঙ্গার পক্ষে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মেহেরপুর ব্যুরো প্রধান মহাসিন আলীর পক্ষে কর্মাধ্যক্ষ।