ঢাকা-সুন্দরবন লংমার্চ শুরু

মাথাভাঙ্গা অনলাইন : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা-বাগেরহাট-সুন্দরবন লংমার্চ শুরু হয়েছে।
সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চটি শুরু হয়। ২৮ সেপ্টেম্বর সুন্দরবন গিয়ে এ লং মার্চ শেষ হবে।
লংমার্চ পূর্ব সমাবেশে কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ বলেন, ‘উন্নয়ন মানে দেশ ধ্বংস করা নয়, উন্নয়ন মানে পরিবেশ ধ্বংস করা নয়। সুন্দরবন ধ্বংস করে কোনো প্রকল্প মেনে নেয়া যায় না। বিশেষজ্ঞরা বলেছেন, সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে।’
লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুনাফাখোর সাম্রাজ্যবাদী দালালদের রুখতে এ লংমার্চ। দখলদার কমিশনভোগীদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি হয়েছে। সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে।’
লংমার্চে বিভিন্ন দেশের পরিবেশবাদী সংগঠনের কর্মীরা অংশ নিচ্ছেন বলে জানান তিনি।
কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ শহীদুল্লাহ বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ মুনাফাভোগীদের আয়োজন। বাংলাদেশ-ভারত যৌথ ব্যবসা হলেও এখানে লুটপাট করবে ভারত।’
সরকারকে অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজন আছে তবে সুন্দরবন ধ্বংস করে নয়।’
লংমার্চে ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীসহ বাম সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।