ঢাকা-মাওয়া মহাসড়কে দুটি বাস খাদে পড়ে নিহত ৫

 

স্টাফ রিপোর্টার: ঢাকা-মাওয়া মহাসড়কে পৃথক ঘটনায় যাত্রীবাহী দুটি বাস খাদে পড়ে ৫ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা থেকে দোহারগামী আরাম পরিবহনের একটি বাস ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার উমপাড়া বটতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের খাদে পড়ে প্রায় ১৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। দুর্ঘটনার পর পরই ঢাকা-মাওয়া ও ঢাকা-দোহার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টা থেকে কয়েকদফা চেষ্টার পর পুলিশ, ৱ্যাব, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে দুটি রেকারের সাহাজ্যে বিকেল পাচঁটার দিকে বাসটি উপড়ে টেনে তোলে। বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করে। এরপর পরই স্থানীয় লোকজনের অনুসন্ধানে ঢাকার উত্তর মানিকদি এলাকার মনোয়ারা বেগমের (৬৩) লাশ পাওয়া যায়। এতে উপস্থিত লোকজন ক্ষোভে ফেটে পড়ে। অপরদিকে একই সড়কের সমষপুর নামক স্থানে সকাল সোয়া আটটার দিকে ঢাকা থেকে মাওয়াগামী অপন পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপার রনি শিকদার (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। এতে অন্তত ১০ জন আহত হয়।