ঢাকা-খুলনার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলছে

স্টাফ রিপোর্টার: নাটোরে দ্রুতযান এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ও খুলনার সাথে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার রেল যোগাযোগ সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি নাটোর স্টেশন অতিক্রম করার পর ইয়াছিনপুর এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহী ছাড়া উত্তারঞ্চলের অন্য জেলাগুলোর সাথে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নাটোরের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর সন্ধ্যা ৬টা থেকে পুনরায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বগি লাইনচ্যুত হওয়ার পর রূপসা ও রংপুর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিলো সেগুলো গেন্তব্যের দিকে ছেড়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *