ঢাকায় র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবক আটক

মাথাভাঙ্গা অনলাইন : র‌্যাব-৭ এর ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোজাম্মেল হক ফয়সাল (২০) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে আটক করেছে র‌্যাব-১০। রাজধানীর ওয়ারি থেকে রোববার রাতে তাকে আটক করা হয়।
র‌্যাব-১০ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি ফজলে রাব্বি  জানান, আটক ফয়সাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার বাবার নাম মো. আব্দুর রহীম। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।
ফজলে রাব্বি বলেন, “ফয়সাল নিজেকে র‌্যাব-৭ এর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে। এরপর ওই সব কোম্পানিকে সেনাবাহিনীতে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা করছিল।”
রোববার রাত ১১টার পর রাজধানীর ওয়ারির ১৬/২ টিপু সুলতান সড়ক থেকে ফয়সালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।