ড. ইউনূস কৌশলী রাজনীতিবীদ : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নিজেই দু বছর ধরে গ্রামীণ ব্যাংক ধ্বংসের ব্রতটি বহাল রেখেছেন বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউজে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করছে, ইউনূসের এরকম কথার কোনো ভিত্তি নেই। মুহিত বলেন, সরকার গ্রামীণ ব্যাংককে নিয়ে গর্ববোধ করে। এর ক্ষতি সরকার কখনো করতে পারে না।  গ্রামীণ ব্যাংকের মৌলিক কর্মপদ্ধতি যেমন আছে তেমনি চলছে এবং চলবেও। গ্রামীণ ব্যাংক নিয়ে ড. ইউনূস যে অপপ্রচার চালাচ্ছেন এটা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তারই উদ্যোগে হাইকোর্ট রিট করে নির্বাহী পরিচালকের নিয়োগটি বন্ধ করা হলো। ড. ইউনূস সারা বিশ্ব কাঁপিয়ে বলে বেড়াচ্ছেন যে, সরকার গ্রামীণ ব্যাংকে ধ্বংস করতে চাচ্ছে। ইউনূসকে একজন কৌশলী রাজনীতিবিদ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ইউনূস রাজনীতিবিদদের খোলসটা খুলতে চান না। এখন তিনি যা করছেন একান্তই রাজনীতিবিদের কাজ। তা সম্পূর্ণভাবে নীতিবর্জিত এবং গ্রামীণ ব্যাংকে ধ্বংস করার উদ্যোগ।