ডুয়েটের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

 

স্টাফ রিপোর্টার: গাজীপুরেরঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)এর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক)প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।পরীক্ষার আবেদন আগামী ১৭ জুলাই থেকে ২০ আগস্টের মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল এবং অনলাইনের মাধ্যমে করা যাবে।রোববার ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মোছা. কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অনলাইনভর্তি বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.duet.ac.bd/admission অথবা টেলিটকের ওয়েবসাইট http://duet.teletalk.com.bd এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি বাবদ ৯৫০টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে।এবারের ভর্তি পরীক্ষায় অংশনিতে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি/দাখিল বাসমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫’র স্কেলে কমপক্ষে ঈএচঅ ৩.০০ (ঐচ্ছিক বিষয় সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ বছর ভর্তি পরীক্ষারমাধ্যমে সাতটি বিভাগে মোট ৫৬০ (কোটাসহ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে।