ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ে বাল্যবিয়ে রোধ ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা

VLUU L100, M100 / Samsung L100, M100

ডিঙ্গেদহ প্রতিনিধি: বাল্যবিয়ে রোধ ও শিক্ষার মানোন্নয়নে অবিভাবকদের সাথে মতবিনিময়সভা গতকাল শনিবার সকাল ১০টায় ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয় এ সভার আয়োজন করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনুদ্দিন বিশ্বাস, আ. ছাত্তার, এসএমসি সদস্য তাহাজদ্দিন, সাইফুদ্দিন, আকবার আলী, আফরোজা বেগম, শিক্ষক রোকোনুজ্জামান, লোকমান হোসেন, বাবুল আক্তার, অভিভাবক ফজল হোসেন, ইলিয়াস হোসেন, সমাজসেবক ওসমান গনি, আ. হান্নান, মুনিরা কিন্ডারগার্টেন’র অধ্যক্ষ মজিবুর রহমান, ডিঙ্গেদহ কিন্ডারগার্টেন’র অধ্যক্ষ আবু সাইদ বিশ্বাস ও ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।