ডাক্তার মঞ্জুর বাড়িতে ককটেল হামলার প্রতিবাদ জানিয়েছে বন্ধু সংগঠন বন্ধন

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গার নিউ লাইফ সার্জিক্যাল ক্লিনিকের মালিক ডাক্তার মঞ্জুর বাড়িতে চাঁদার দাবিতে ককটেল বিস্ফোরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্ধু সংগঠন বন্ধন। তারা অবিলম্বে ওই ঘটনায় জড়িত চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ডাক্তার মঞ্জুর কলেজপাড়াস্থ বাড়ির গেটে অজ্ঞাত সন্ত্রাসীরা গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়ে। ডাক্তার মঞ্জু জানিয়েছেন, প্রায় ১৫-২০ দিন পূর্বে অজ্ঞাত ব্যক্তি নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা টাইগার পরিচয় দিয়ে তার মোবাইলফোনে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর মাঝে মধ্যে রিং করে চাঁদার জন্য হুমকি দিতো। গতপরশু দুপুরেও চাঁদার দাবিতে হুমকি দেয়। সন্ধ্যায় ককটেল বোমা বিস্ফোরণের পর আবারো তার নিকট একই নম্বর থেকে রিং করে হুমকি দেয়া হয়। দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাকেও বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওই ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *