টুন্নু বাবার ধর্ষণ র্কীতি

মাথাভাঙ্গা অনলাইন ঃ ফাঁস হয়ে গেছে টুন্নু বাবার ধর্র্ষণ র্কীতি। তিনি ২৪ বছরী বিবাহিতা এক মহিলাকে চার মাসেরও বেশি সময় আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বঘোষিত গডম্যান আসারাম বাপুর পর এবার অভিযোগ উঠল মহেন্দ গিরি ওরফে টুন্নু বাবার বিরুদ্ধে।

ভারতের মধ্যপ্রদেশের সেহর জেলার নীলখন্ড গ্রামে নিজের আশ্রমে টুন্নু বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। মঙ্গলবার বাবার আশ্রমে হানা দিয়ে সেই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। পাকড়াও করা হয়েছে ৬৫ বছরের স্বঘোষিত বাবাকে ।

স্বামী বিশ্রাম বানজারা ও শাশুড়িকে নিয়ে টুন্নু বাবার আশ্রমেই থাকতেন ধর্ষিতা মহিলা। তারাও ওই মহিলার যৌন নিগ্রহে গিরিকে মদত দিয়েছেন বলে অভিযোগ ওঠায় তাদেরও গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ৩ মে ওই লোকটির সঙ্গে বিয়ে হয় মহিলার। তখন থেকেই গিরি তার ওপর যৌন অত্যাচার চালাচ্ছেন। টুন্নু বাবার বিরুদ্ধে জোর করে আটকে রাখা, ভয় দেখানো ও ধর্ষণের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা রুজু করা হয়েছে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *