টানা ৬ দিন অবরোধ শেষে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনগুলোর চলাচল শুরু

 

স্টাফ রিপোর্টার: টানা অবরোধ শেষ হলেও গতকাল শুক্রবার সকাল থেকে সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেনি। ভোরে তেলবহন করা ট্রাঙ্কারগুলো চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জড়ো করা হয়। চালক-হেলপার দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সকলে একযোগে খুলনার উদ্দেশে যাত্রা করে। বিকেল থেকে ঢাকার কোচগুলো চলাচল শুরু করে। রাতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়।

আমাদের দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, টানা ৬ দিন অবরোধ শেষে দেশের বিভিন্ন এলাকা থেকেই প্রয়োজনীয় কাজ সারতে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন পরিবহনযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন হাজারো মানুষ। এরমধ্যে শুধুমাত্র দামুড়হুদা উপজেলা থেকেই গতকাল শুক্রবার প্রায় দেড়শতাধিক যাত্রী ঢাকায় রওনা হয়েছেন। প্রয়োজনীয় কাজে ঢাকার উদ্দেশে রওনা হওয়া অনেক যাত্রীর মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠার ছাপ লক্ষ্য করা গেছে। দামুড়হুদা পূর্বাশার কাউন্টারমাস্টার শাহ আলম জানান, টানা ৬ দিন পর গাড়ি ছাড়ছে। তাই যাত্রীসংখ্যা তুলনামূলক একটু বেশি।