ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে করার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদে পরিণত করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসুচি পালিত হয়। দুপুর ১২ টার দিকে সদর উপজেলার হলিধানী এলাকার কলেজের সামনে শিার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভেটেরিনারী কলেজের শিার্থী লুবান মাহফুজ মিশুক, নুসরাম জাহান, আব্দুস সামাদ, নাজমূল ইসলাম অনিক, স্থানীয় জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। মানববন্ধনে তাদের দাবি সম্বলিত প্লাকার্ড বহন করা হয়। মানববন্ধন কর্মসুচি শেষে এক সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদে পরিণত করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে হবে। নইলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন কর্মসুচি দেওয়া হবে তারা হুশিয়ারী দেন।