ঝিনাইদহ ডাকবাংলা কলেজ রোডে সজিনার ডাল রোপন

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি বিভাগের তত্ত্বাবধানে পুষ্টিকর খাদ্যর ঘাটতি পূরণে বাড়িতে বাড়িতে সজিনার ডাল লাগানো কর্মসূচি শুরু হয়েছে। তার অংশো হিসেবে গতকাল সোমবার ১ নং সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা কলেজ রোর্ডে সজিনার ডাল রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। উদ্বোধন শেষে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১ নং সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নাজমুন আহসান নাজিম এছাড়া উপজেলা কৃষি অফিসার ড. খান মনিরুলজ্জামান, সাংবাদিক গিয়াস উদ্দীন সেতু, ডাকবাংলা ক্যাম্প ইনচার্চ আবুল কাশেম, উপসহকারী গোলাম কিবরিয়া, উপসহকারী মিলন কুমার ঘোষ, উপসহকারী মেসবহি আহামেদ, আনারুল মেম্বার, মোরসালিন, লিটন মেম্বার প্রমুখ।