ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তিকে সংবর্ধনা

 

ঝিনাইদহ প্রতিনিতি: ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসকে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এক প্রাণঢালা সংবর্ধনা জ্ঞাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটায় হরিণাকুণ্ডু উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বামাক উপজেলা সভাপতি মোসলেম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন, জেলা বামাকের সেক্রেটারী অ্যাড, খোদা বখস, উপজেলা আওয়ামীগের যুগ্ম আহ্বায়ক আজগর আলী মাস্টার ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য আশরাফুল হক জুয়েল। এছাড়া অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অব্দুল্লাহ মারুফ, পৌর যুবলীগ সভাপতি আবু সাইদ টুনু, সাংবাদিক জাহিদুর রহমান তারিক, ইমাম সমিতির উপজেলা সভাপতি মাও. মঈন উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বামাকের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহবুব রশিদ তর্কবাগিস। সংবর্ধনা শেষে বামাক উদ্যোগে হরিণাকুণ্ডুর বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। তার সাথে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান, কলেজের অধ্যক্ষ, আইনজীবী, মাধ্যমিক ও পাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গনমাধ্যম কর্মী, আলেম-ওলামা, ইমাম, ব্যবসায়ী, সাংস্কৃতি সেবীসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ ইফতারি অংশ গ্রহণ করেন। এসময় এক মিলন মেলার আমেজ বিরাজ করতে দেখা যায়।