ঝিনাইদহে সরকারি কর্মচারীদের মিছিল ও সমাবেশ

কালীগঞ্জ প্রতিনিধি: মহার্ঘ্য ভাতা ও স্থায়ী পে কমিশন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১২টার দিকে ঝিনাইদহ ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ শহরের পোস্টঅফিস মোড়ে সমাবেশে মিলিত হয়। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ইমাজ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম খান, ইসরাইল হোসেন, মতিয়ার রহমান, কওছার আলী, আলাউদ্দীন ও বিপ্লব হোসেন। সমাবেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, তাদের পাঁচ দফা দাবি মানা না হলে সমস্ত সরকারি দপ্তর অচল করে দেয়া হবে।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর বাসস্ট্যান্ডে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠানে আব্দুল সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতিয়ার রহমান, লিটু প্রমুখ। বক্তারা তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় ৬০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান, স্থায়ী পে-কমিশনসহ বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করা হয়।