ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে দু হোটেলকে জরিমানা

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের আভিযানে দুইটি হোটেলে পচা, দুর্গন্ধ ও অপরিষ্কার জায়গায় খাদ্যদ্রব্য তৈরি এবং রাখার কারণে জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালের দিকে কালীগঞ্জ মেন বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত আভিযান চালিয়ে হোটেল ধানসিড়ি ও হোটের বাঘাট ঘোষ মিষ্ঠান্ন ভা-ারকে জরিমানা করা হয়। এ সময় আশপাশের খাবারের হোটেলে ও অভিযান করেন ভ্রাম্যমাণ আদালত। হোটের ধানসিড়িতে ১৫ হাজার টাকা এবং হোটেল নিউ বাঘাট ঘোষ মিষ্ঠান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইদহ ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঝিনাইদহ পুলিশ লাইনের সামনে অবৈধভাবে গাড়ী পার্কিং করার কারণে ২টি ট্রাকে জরিমানা করা হয়। কালীগঞ্জ হোটেল ধানসিড়ি ও হোটের বাঘাট ঘোষ মিষ্ঠান্ন ভা-ারে অভিযান চালালে হোটেল ২টিতে দেখা যায়, অপরিষ্কার জায়গায় খাবার তৈরি, রসগোল¬ার ঝোলের ভেতর মরা মশামাছি, বহুদিন আগে রাখা দই, মিষ্টি, পচা দুর্গন্ধ রসমালাই, ৬ মাস অগের পচা দুধের ছানা ও দই এর পাতিলের লেভেল তারিখ ও মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ লেভেলে না থাকার কারণে জরিমানা করা হয়। পরে পচা বাসী খাবার সামনের ড্রেনে ফেলে দেয়া হয়।