ঝিনাইদহে ধূমপান ও তামাকের প্রভাব এবং ক্যান্সার বিষয়ে অ্যাডভোকেসি সভা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ধূমপান ও তামাকের প্রভাব এবং ক্যান্সার বিষয়ে একদিনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহান, স্থানীয় সরকারের উপপরিচালক আবু ইউসুফ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. দুলাল কুমার চক্রবর্তী, স্বাস্থ্য শিক্ষা বুরে‌্য’র ডেপুটি চিফ ও প্রোগ্রাম ম্যানেজার বজলুর রহমান ও ডেপুটি প্রোগ্রামার মখলেছুর রহমান। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধূমপান ও তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে সকলকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।