ঝিনাইদহে দু দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাকি বিক্রি করাকে কেন্দ্র করে দু দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার তেঁতুলতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, সদর উপজেলার তেঁতুলতলা বাজারে গত বুধবার দাউদ জোয়ারদারের দোকান থেকে স্থানীয় বেড়বাড়ি গ্রামের আবুল হাশেম পলিথিন কেনার পর ১৫ টাকা বাকি রাখতে চায়। এতে দোকানি রাজি না হওয়ায় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তারই জের ধরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি আপোষ-মীমাংশার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ গণমান্য ব্যক্তিরা তেতুলতলা বাজারে বৈঠকে বসে। বৈঠক চলাকালীন সময়ে দোকানি দাউদ জোয়ারদারের ছেলে পারভেজ জোয়ারদার সালিস করতে আসা জনৈক মাতবর ইব্রাহিম জামানকে লাঞ্ছিত করে। এতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ১১টার দিকে ইব্রাহিম জামানের ও দাউদ জোয়ারদারের সমর্থিতরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাজারের দু পাশে অবস্থান নেয়। এ সময় ইব্রাহিম জামানের সমর্থিতরা বাজারে হামলা চালিয়ে প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাজারটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।