ঝিনাইদহে চালকের মাথায় হেলমেট না থাকায় ৬০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতের হাত থেকে রক্ষা পেতে হেলমেটের ব্যবহার ও সচেনতনা বৃদ্ধির জন্য অভিযান শুরু করেছে ঝিানইদহ জেলা ট্রাফিক পুলিশ। গতকাল রোববার দিনব্যাপী শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে হেলমেট ব্যবহার না করায় ৬০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার জানান, ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে শহরের আরাপপুর, হামদহ বাইপাস, টার্মিনাল, পাগলা কানাই মোড়সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ ইব্রাহিম, কামাল হোসেন, মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হাসান, টিএসআই সাইফুল ইসলাম, প্রদীপ সরকারসহ এটিএসআই সানি, আকবর, আসাদ, শওকোত, শাহাজাহান প্রমুখ। এ সময় হেলমেট ব্যবহার না করায় ৬০ জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।