ঝিনাইদহে ইনোভেটিভ কর্মসূচির আওতায় শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কৃষি প্রশিক্ষই ইনিস্টিটিউপটর অডিটরিডমে ইনোভেটিভ কর্মসূচি ‘শিখি করি খাই’র আওতায় শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ১০৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৫০০ টাকা করে শিক্ষা সহায়তা হিসেবে আথির্ক সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিফতরের পরিচালক (প্রশিক্ষণ উইং) বিশিষ্ট কৃষিবিদ মোবারক আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পাবনা এটিআই অধ্যক্ষ কৃষিবিদ এসএম হাছেন আলী। আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ এটিআই অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কৃষিবিদ আব্দুল কাদের। এছারাও উপস্থিত ছিলেন সকল কৃষিবিদ, শিক্ষার্থীসহ সকল শ্রেণির কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ‘শিখি করি খাই’র অর্থই হলো হাতে কলমে শিক্ষার মধ্যদিয়েই সকল শিক্ষার্থীই বোঝা এবং জানার মধ্যদিয়েই নিজেদের ভবিশ্যত ও একজন কৃষিবিদ হিসেবে গড়ে উঠবে এবং এদের সাফল্যেই কৃষি সমাজে নতুন নতুন উদ্ভাবন ঘটবে। ঝিনাইদহের এই ‘শিখি করি খাই’র মডেল হিসেবে বাংলাদেশে ১৫টি এটিআই আওতায় নিয়েছে। ঝিনাইদহের কৃষি ইনস্টিটিউট। এইবার প্রথম সকল শিক্ষার্থীর হাতে কলমে কাজ করায় কৃষি ইনস্টিটিউটের মাঠের কীটনাশকমুক্ত শাকসবজি, ফলমূল বিক্রি করে অর্থের কিছু অংশ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করতে পারাই শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও কাজের অনুপ্রেরণা যোগাবে। তিনি আরও বলেন, ১৬টি এটিআই’র আমি অভিভাবকের মধ্যে ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাতে কলমে কাজ করে নজির স্থাপন করেছে এর সকল কৃষিবিদ ও শিক্ষার্থীসহ সর্ব শ্রেণির কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিন্দন জানান। অনুষ্ঠান শেষে তিনি সবাইকে নিয়ে মাঠ পরিদর্শন করেন।