ঝিনাইদহে আবারও রেল লাইনের দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ হয়ে পদ্মা সেতু পর্যন্ত রেল লাইনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে বাজার দোকান মালিক সমিতি।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নন্দদুলাল সাহা, নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মালিতা, ক্যাব’র সভাপতি আমিনুর রহমান টুকু, ফুড অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম উদ্দিন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক এম সাইফুল মাবুদ, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, হাটগোপালপুর দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. এসএজি মিল্টন, মানবাধিকারী কর্মী মাহমুদ আল হাসান সাগর, কামরুজ্জামান পিন্টুসহ ব্যবসায়ীরা। এ সময় বক্তারা বলেন ব্রিটিশ আমলে এই অঞ্চলে রেললাইন ছিলো। কিন্তু পরে তা উঠে যায়। ঝিনাইদহে রেললাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটছে না। বক্তারা যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে ওই এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।