ঝিনাইদহের সারুটিয়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর কোটচাঁদপুর উপজেলার সীমান্তবর্তী সারুটিয়া গ্রামে মাদকের রমরমা ব্যবসা চলছে। আর হাতের নাগালে সহজে মাদক পেয়ে অত্র এলাকায় দিনদিন মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবীরা নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসী অভিযোগ করে জানান, কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের মৃত. মসলেম উদ্দিনের ছেলে এনামুল হক দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে মাদকের ব্যবসা করে আসছে। তিনি সময় বুঝে কৌশল পরিবর্তন করে মাদক বেচাকেনা করছেন। প্রতিদিন সকাল থেকে মাদক সেবীদের আনাগনা শুরু হয়ে রাত পর্যন্ত চলছে। এছাড়া প্রশাসনের ঝামেলা এড়াতে তিনি মাদক সেবনকারীদের নিকট মোবাইলফোনে অর্ডার নিয়ে মাদক বিক্রি করেন। তবে যে কেউ ফোন করে চাইলেই মাদক মিলবে না। মাদক পেতে হলে তার নিয়মিত একজন খরিদ্দারের সুপারিশ লাগবে। তার পরই গাঁজা, মদ, ফেনসিডিল এমনকি ইয়াবার মতো মারাত্মক নেশা জাতীয় মাদকদ্রব্য মিলবে। তবে দূরত্বনুযায়ী মাদকসেবী ক্রেতাকে বাড়তি টাকা দিতে হবে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনকে চুক্তিতে মাসোহারা দিয়ে দীর্ঘদিন তিনি এই ব্যবসা করে যাচ্ছেন। ফলে তিনি লাভবান হলেও হাতের নিকট সহজে মাদক পেয়ে অত্র এলাকার শ’ শ’ উঠতি বয়সী যুবক মাদকের নেশায় আশক্ত হয়ে মাদক সেবন করছে। প্রথমে বিভিন্ন আজুহাতে পরিবার থেকে নেশার টাকা নিলেও পরে নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে অত্র এলাকায় ছিচকে চোর বৃদ্ধি পেয়েছে। বিষয়টির দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।