ঝিনাইদহের শৈলকুপায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ : সাতজন আহত

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ১৯৯৬ সালে শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে সায়েম উদ্দীন নামে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তখন একটি হত্যা মামলা দায়ের হয়। এ নিয়ে এলাকায় বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। মামলা প্রত্যাহারের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা বাদী নিহত সায়েমের ভাই আসলামকে চাপ প্রয়োগ করে আসছিলো। গতকাল বুধবার স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য দিয়ানতের নেতৃত্বে একদল কর্মী ওই মামলার বাদী আসলামের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষের ৭ জন আহত হয়। আহতরা হলো আসলাম (৩০), বিএনপি কর্মী মোহন (২৬), শরিফুল (২৭), আকরাম (৩২), রান্নু মিয়া (৪০), সোহেল (২৫) ও আওয়ামী লীগকর্মী মফিজুল ইসলাম (৩৫)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি রাজনৈতিক সহিংসতা নয়; সামাজিক বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে।