ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

মাথাভাঙ্গা অনলাইন : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে আটক হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ৬টায় গরু আনার জন্য কুসুমপুর সীমান্ত থেকে ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে।আটক ফয়সাল আহমেদ (১৯) মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের খোকন মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল গাজি আসাদুজ্জামান জানান, ফয়সাল আহমেদ আজ সকাল সাড়ে ৬টায় গরু আনার জন্য কুসুমপুর সীমান্তের ৬১ মেইন পিলারের সাব পিলার ৮-এর পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে যাওয়ার পর বিএসএফ তাকে আটক করে। বিএসএফের হাতে আটক ফয়সাল আহমেদকে ফেরত চেয়ে কুসুমপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জামসেদ আলী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফকে পত্র দিয়েছেন।