ঝিনাইদহের কালীগঞ্জে রিকশা-ভ্যান মালিক সমিতির নামে ভুয়া স্লিপ দিয়ে চাঁদাবাজির অভিযোগ

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রিকশা-ভ্যান মালিক সমিতির নামে ভুয়া স্লিপ দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক বরাবার কালীগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান চালক ইউনিয়নের সভাপতি তাহের আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালীগঞ্জ পুরাতন গরুর হাটের মধ্যে রিকশা-ভ্যান শ্রমিকদের আটকে রেখে অবৈধ মালিক সমিতি ভুয়া স্লিপ দিয়ে ১০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। অভিযোগে আরও বলা হয়েছে, ফয়লা গ্রামের আব্দুল ওয়াহেব ছেলে নুরনবী, শ্রীরামপুর গ্রামের কবীরসহ ৫/৭ জন এই চাঁদাবাজির সাথে জড়িত। এসব চাঁদাবাজরা বাবরা গ্রামের মোস্তফার ছেলে আব্দুল হালিমের কাছ থেকে ৯শ টাকা ও ঈশ্বরবা গ্রামের মাসুদের কাছ থেকে ৫শসহ অসংখ্য শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করেছে। এছাড়া তারা রিকশা-ভ্যানে পৌর প্লেট ও ড্রাইভিং লাইসেন্স করে দেবার কথা বলে প্রতিদিন অসংখ্য রিক্সা-ভ্যান শ্রমিকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এসব চাঁদাবাজদের হাত রক্ষা পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন রিকশা-ভ্যান চালক ইউনিয়নের নেতৃবৃন্দ।