জেএসসি ও পিএসসি পরীক্ষায় হারদীর আনিসুজ্জামান খান লিল্লাহ বোর্ডিঙের সাফল্য

 

আলমডাঙ্গা ব্যুরো: জেএসসি ও পিএসসি পরীক্ষায় আলমডাঙ্গার হারদী গ্রামের মরহুম আনিসুজ্জামান খান লিল্লাহ বোর্ডিঙের এতিম শিশুরা ভালো ফলাফল করে চমক সৃষ্টি করেছে। হারদী গ্রামের মরহুম আনিসুজ্জামান খান লিল্লাহ বোর্ডিঙে ৯ এতিম শিশু নিয়মিত লেখাপড়া করছে। তাদের মধ্যে ফয়সাল আহমেদ ও সুমাইয়া খাতুন শিমু জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় আরিফুল ইসলাম জিপিএ-৪ দশমিক ২৫ পেয়েছে। এছাড়া বার্ষিক পরীক্ষায় ৪র্থ শ্রেণিতে হাসান আলী ১ম, ইসলাম আলী ৩য়, সাবিবর রহমান ১ম শ্রেণিতে ২য়, সাব্বির আহমেদ ৩য় শ্রেণিতে ৩য়, জাহিদুল ইসলাম ২য় শ্রেণিতে ৪র্থ ও জাহিদ হাসান বকুল ৪র্থ শ্রেণিতে চতুর্থ হয়েছে।

যেখানে প্রাইভেট ও কোচিং করিয়েও ছেলে-মেয়েদের লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না অভিভাবকরা, সেখানে এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুরা লেখাপড়ায় এমন উল্লেখযোগ্য ফলাফল অর্জন সত্যিই আমাদেরকে চমকিত করেছে বলে মন্তব্য করেছেন হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম। তিনি এতিম শিশুদের এমন চমকপ্রদ ফলাফলের নেপথ্যে শ্রম ও শুভ প্রয়াস গ্রহণ করায় এতিমখানার সভাপতি নাজিবুজ্জামান খান মিডুকেও অভিনন্দন জানান।