জীবননগর হাসাদাহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধ্যবয়স্ক অজ্ঞাতনামা প্রতিবন্ধী নিহত

জীবননগর ব্যুরো: জীবননগর-কালীগঞ্জ সড়কের হাসাদাহ বাজারে অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধ্যবয়স্ক মস্তিষ্ক বিকৃত এক পাগলি (৫০) নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে ওই পাগলি রাস্তা পার হওয়াকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিচ রাস্তার সাথে নিহত নারীর শরীর ছিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি করে। গতকাল বুধবার জীবননগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে প্রেরণ করে।
এলাকাবাসী জানায়, গত কয়েক দিন যাবত ওই নারীর হাসাদাহে যান। মস্তিষ্ক বিকৃত ওই নারীকে একটি পুটলা সহকারে বাজারের বিভিন্ন দোকানের সামনে যেতে দেখা যেতো। প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি রাত ১০টার দিকে যখন বাড়ি যান তখন রাস্তার পাশের একটি দোকানের সামনে তাকে বসে থাকতে দেখেন। কাঠব্যবসায়ী শুকুর আলী জানিয়েছেন, তার বাড়ির সম্মুখে এ দুর্ঘটনা ঘটেছে। রাত আড়াইটার দিকে তিনি দ্রুতগামী একটি ট্রাকের কড়া ব্রেক কষার শব্দ পান। এ সময় ট্রাকের নিচে পড়ার শব্দও পান। তিনি মনে করেছিলেন হয়তো কুকুর পড়েছে। সকালে উঠে দেখতে পান বাজারে গত কয়েক দিন ঘুরে বেড়াতে থাকা অজ্ঞাতনামা পাগলিটি দুর্ঘটনায় নিহত হয়েছে। তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে প্রেরণ করে বলে পুলিশ জানিয়েছে।