জীবননগর হাসাদহে কিস্তির টাকা না দিতে পারায় গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদহে কিস্তির টাকা নিয়ে বাগবিত-ার জের ধরে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গতকাল রোববার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে তিনি টয়লেটে ব্যবহৃত হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালান।
জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়া গ্রামের রহমানের ছেলে করিমন চালক জামালের স্ত্রী দুই সন্তানের জননী সিমু (২২) সমিতির কিস্তির টাকা জোগাড়ের চেষ্টা করেন। স্বামী জামালের কাছে কিস্তির টাকা কম থাকায় স্ত্রীকে তিনি ধার করে আনতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রী ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে স্বামী জামাল ক্ষিপ্ত হয়ে স্ত্রী সিমুকে একটি থাপ্পড় মেরে তার নিজ করিমন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এ ঘটনার পর সিমু টয়লেটের হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমান তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন।