জীবননগর সীমান্ত ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে গতকাল শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডকেল ক্যাম্পে এ ইউনিয়নের চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র মানুষের নাক, কাল ও গলা রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নূর কুতুবুল আলম রুমি। চিকিৎসক দিনব্যাপি দেড় শতাধিক রোগীকে দেখেন ও বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ ওষুধ প্রদান করা হয়। ওয়েভের সমৃদ্ধি প্রকল্পের কর্মসূচি ইউনিট ম্যানেজার রেজাউল হক, গৌরাঙ্গ বসাক এ সময় উপস্থিত ছিলেন। সীমান্ত ইউপি সদস্য বুলবুলি খাতুন, সমৃদ্ধি প্রকল্পের ইসরাত জাহান, সাজ্জাত আলী, আব্দুল ওহাব, স্বাস্থ্য সহকারী জাকির হোসেন, ফারজানা আফরোজ প্রমুখ এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা প্রদান করেন।