জীবননগর সীমান্তে ৭ কিলোমিটার ধাওয়া করে ফেনসিডিলসহ দু যুবককে আটক করলো বিজিবি

জীবননগর ব্যুরো: প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে অবশেষে জীবননগর হাইস্কুলপাড়া মসজিদের সামনে এসে দু যুবকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ধোপাখালী বিজিবি মোটরসাইকেলসহ নাজিম (২১) ও রাজুকে (২০) আটক করে।
বিজিবিসূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে জীবননগরের দিকে আসার সময় সন্দেহজনক হওয়ায় রাজাপুর বিজিবি মাধবখালী সীমান্তে তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু ওই দু যুবক মোটরসাইকেল না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। রাজাপুর বিজিবি তাদের ধাওয়া করে আটক করতে ব্যর্ধ হলে এ সময় তাদরকে আটক করার জন্য ধোপাখালী বিজিবিকে ম্যাজেস দেয়া হয়। ধোপাখালী বিজিবি তাদেরকে থামাতে ব্যর্থ হয়ে তাদেরকে আটক করতে পিছু ধাওয়া করে। অবশেষে ৭ কিলোমিটার ধাওয়া করে জীবননগর হাইস্কুলপাড়া মসজিদের সামনে বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে পড়ে যায় তারা। এ সময় বিজিবি তাদেরকে আটক করে। পরে ধোপাখালীতে নিয়ে তাদের মোটরসাইকেলের কভার হতে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা জীবননগর উপজেলার নুতন তেঁতুলিয়ার আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন ও সুলতানের ছেলে রাজু আহম্মেদকে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরসহ গতকাল শুক্রবার তাদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।