জীবননগর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের বেঠক

 

জীবননগর ব্যুরো: দৌলৎগঞ্জ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্সি ও এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল শনিবার কার্যনির্বাহী কমিটির একসভা অনুষ্ঠিত হয়। বিকেলে শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিরউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এমআর বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্থলবন্দরটির উভয় দিক থেকে চালু করতে ভারতীয় অবস্থানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি ভারতে সফর করেন। সফরকালে দলটি ভারতের রাণাঘাট, বগুলার ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায় সেখানকার জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করে আবারও একটি প্রতিনিধি ভারতে প্রেরণের সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়ির সহসভাপতি শাহজাহান কবীর, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আ. সালাম ইশা, যুগ্মসম্পাদক পৌর কাউন্সিলর নূর নবী শাহ্, কোষাধ্যক্ষ পৌর কাউন্সিলর রফিকুর ইসলাম রফি, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিমউদ্দিন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, সোহরাব হোসেন খান, আব্দুল মালেক মোল্লা, সাংবাদিক সালাউদ্দীন কাজল, জাকির হোসেন, নাসির উদ্দিন, কোটচাঁদপুরের তোজাম্মেল হোসেন কবীর, টুটুল ও সদস্য কামরুজ্জামান বিদ্যুত প্রমুখ।