জীবননগর মিনাজপুরে রাস্তার ইট চুরির প্রতিবাদ -করায় মহিলা মেম্বারকে পিটিয়ে জখম

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মিনাজপুর নির্মাণাধীন সোলিং রাস্তার ইট চুরির প্রতিবাদ করায় মহিলা মেম্বার রহিমা খাতুনকে (৪৫) পিটিয়ে রক্তার জখম করা হয়েছে। আহত ইউপি সদস্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার থানাতে ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার সকালে এ মারপিটের ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, বাঁকা ইউনিয়ন পরিষদের ১ নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য রহিমা খাতুন মিনাজপুর পূর্বপাড়ায় একটি সোলিং রাস্তা নির্মাণ করছেন। ওই রাস্তার ইট চুরির ঘটনা ঘটে। এ ঘটনা প্রতিবাদ করায় গত সোমবার সকালে মিনাজপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মিনাজুল হক মিনা ও তার স্ত্রী রোকেয়া খাতুন, রেহেদ আলীর স্ত্রী আলেয়া খাতুন ও তার ছেলে আলী হোসেন তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার নিকট থাকা ২২ হাজার ৩শ টাকা ও গলায় থাকা সোনার গয়না ছিনিয়ে নেয়। আহত রহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।