জীবননগর মহিলা কলেজের স্থলে ডিগ্রি কলেজকে সরকারি করণের দাবিতে হাইকোর্টে রিট : মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর আদর্শ মহিলা কলেজের স্থলে জীবননগর ডিগ্রি কলেজকে জাতীয় করণের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে গত ১২ মার্চ  হাইকোর্টে এ রিট দায়ের করেন উপজেলা মাধবখালী গ্রামের তৈয়ব আলী। হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট দফতরকে। এদিকে হাইকোর্টে এ রিট দায়ের করায় মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। সোমবার রাতে মহিলা কলেজ থেকে একটি গ্রুপ তার বড়িতে গিয়ে এ হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
সকল প্রকার সুযোগ-সুবিধা বিদ্যমান থাকা সত্বেও জীবননগর ডিগ্রি কলেজকে পাশ কাটিয়ে জীবননগর আদর্শ মহিলা কলেজকে সরকারি করণের ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার পর ডিগ্রি কলেজ জাতীয় করণের দাবিতে আন্দোলনে নামে। এ অবস্থার মধ্যে জনস্বার্থে মাধবখালী গ্রামের মৃত কাহার আলীর ছেলে তৈয়ব আলী আদর্শ মহিলা কলেজের স্থলে ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে ঢাকা হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় শুনানি শেষে সংশ্লিষ্ট দফতরকে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।