জীবননগর কুশোডাঙ্গার বৃদ্ধ কৃষক রাহেল সর্প দংশনের শিকার

স্টাফ রিপোর্টার: সর্প দংশনের শিকার হয়েছেন দত্তনগর কৃষি ফার্ম এলাকার কৃষক বৃদ্ধ রাহেল বক্স। তিনি গতকাল সকাল ১০টার দিকে শ্যালোমেশিনে পানি দিতে গিয়ে সর্প দংশনের শিকার হন। রাহেলকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এনট্রিস্নেক ভেনম ইনজেকশন দেয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

জানা গেছে, কুশোডাঙ্গা গ্রামের মৃত আবদুল মণ্ডলের ছেলে কৃষক রাহেল বক্স (৬৫) মাঠে শ্যালোমেশিনে পানি দিতে যান। এ সময় মেশিনটি স্ট্রার্ট করতে গিয়ে বিপত্তি দেখা দেয়। এ সময় তিনি মেশিনের ফ্যানে হাত দিতে গেলে তাতে জড়িয়ে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। তিনি কোনো কবিরাজের কাছে না গিয়ে সোজা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তির সময় তার অবস্থা মুমূর্ষু হয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দ্রুত তার শরীরে এনট্রিস্নেক ভেনম দেয়া শুরু করলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।