জীবননগর করতোয়া হাইস্কুলে গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : অতঃপর আবার পরীক্ষা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নে অবস্থিত করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান তার নিকট প্রাইভেট পড়া শিক্ষার্থীদের এ প্রশ্নপত্র ফাঁস করার পর তা প্রকাশ পায়। ফলে গতকাল শনিবার ওই পরীক্ষা আবার গ্রহণ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্বজ্ঞানহীনভাবে গণিত পরীক্ষার প্রশ্নপত্র স্কুলে না রেখে তা পরীক্ষার আগের দিন ওই স্কুলের গণিতশিক্ষক হাফিজুর রহমানের নিকট জমা রাখেন। এ সুযোগে হাফিজুর রহমান ওই প্রশ্নপত্র তার কাছে প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের নিকট ফাঁস করেন। ফাঁসকৃত প্রশ্নে গত ৩০ নভেম্বর পরীক্ষা নেয়ার সময় তা প্রকাশ হয়ে পড়লে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুনরায় ওই পরীক্ষা নেয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেন। গতকাল শনিবার ওই বিষয়ে আবার পরীক্ষা অনুষ্ঠিত হলে তা নিয়ে এলাকাবাসীর মাঝে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার জন্য দায়ী প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।