জীবননগর ও মেহেরপুরে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলাসহ মহেশপুর উপজেলার বেশ কয়েকটি কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র-ছাত্রীরা জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুরে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায়  মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ওই পরীক্ষা শুরু হয়েছে। জেলার ৩ উপজেলার ২৫টি বিদ্যালয়ের ১ম শ্রেণির ২২১, ২য় শ্রেণির ১৬৮, ৩য় শ্রেণির ৮৪, ৪র্থ শ্রেণির ১১০ ও ৫ম শ্রেণির ৬১জনসহ মোট ৬৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। দু দিনব্যাপি পরীক্ষার প্রথম দিনে গতকাল শুক্রবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।