জীবননগর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল গত বৃহস্পতিবার ২ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৩১৬ টাকার এ বাজেট ঘোষণা করেন।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেটের সারসংক্ষেপ তুলে ধরেন ইউএনও নুরুল হাফিজ। বাজেটের ওপর আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম ছাত্তার, উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, পৌর কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, প্রভাষক জসিম উদ্দিন জালাল, ইউআরসি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, সীমান্ত আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম, ঊষার সমন্বয়নকারী আলমগীর হোসেন ও নারী নেত্রী সাজেদা আক্তার। বাজেট অধিবেশনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেটে উন্নয়ন খাত হতে ১ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ৬৫৬ টাকা প্রাপ্তি ও রাজস্ব খাত হতে ১ কোটি ২২ লাখ ১৬ হাজার ৬৬০ টাকা আয় ধরা হয়েছে।