জীবননগর উথলী স্কুল পরিদর্শনে গিয়ে বেহাল দশা দেখলেন ইউএনও

জীবননগর ব্যুরো: জীবননগর উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার বেহাল দশা দেখতে পেলেন ইউএনও নুরুল হাফিজ। গতকাল শনিবার দুপুরের দিকে আকস্মিক স্কুল পরিদর্শনকালে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের কাউকে কোনো ক্লাসে দেখতে না পেয়ে বিস্মিত হন তিনি। উথলী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে কাউকে না পাওয়ায় আজ রোববার শিক্ষকদেরকে কারণ দর্শানোর জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার উথলী সরকারি প্রথমিক বিদ্যালয় দীর্ঘদিন যাবত নানা অনিয়মের মধ্যদিয়ে চলে আসছে। বর্তমানে স্কুলটিতে ১০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে ১ জন শিক্ষক ও ৯ জন শিক্ষিকা রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, স্কুলটিতে বর্তমানে শিক্ষার মান খুবই নাজুক। প্রতিদিন ঠিকমতো ক্লাসও হয় না। এমনই পরিস্থিতির মধ্যে গতকাল আকস্মিকভাবেই ইউএনও নুরুল হাফিজ স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ক্লাসে কোনো ছাত্র-ছাত্রীকে দেখতে পাননি। সকলেই এ সময় বাইরে যত্রতত্রভাবে অবস্থান করছিলো। স্কুল চলাকালীন সময়ে এমন চিত্র দেখে তিনি বিস্মিত হন। এ সময় ক্লাস চলাকালীন সময়ে কেন কোনো শিক্ষক ও ছাত্র-ছাত্রী ক্লাসে ছিলেন না তার জবাব চেয়ে স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর জন্য মৌখিকভাবে নির্দেশ দেন।