জীবননগর উথলীতে দুর্বৃত্তদের রামদার কোপে রেলের ৬ নিরাপত্তারক্ষী রক্তাক্ত জখম

জীবননগর ব্যুরো: গত রোববার মধ্যরাতে ঢাকা থেকে খুলনাগামী রেললাইনের জীবননগর উপজেলার উথলী-সেনেরহুদা রেডগেটের মাঝামাঝি স্থানে দুর্বৃত্তদের উপর্যুপরি রামদার কোপে রেলের ৬ নিরাপত্তারক্ষী আনসার সদস্য রক্তাক্ত জখম হয়েছেন। আহত নিরাপত্তাকর্মীরা এ সময় ট্রেন আসার আগে লাইনে নাশকতা করে ট্রেন লাইন কেটে দেয়া, ফিসপ্লেট উৎপাটন কিংবা স্লিপার তুলে ফেলা হয়েছে কি-না তা পরীক্ষা করে দেখছিলো। আহত আনসার সদস্য আলীবদ্দি (৩৫), শওকত আলী (৫৫), মঞ্জুর আলী (৩০), আবু তাহের (২৪), ফিরোজ হোসেন (৪৫) ও আব্দুল মজিদ মংলা মিয়াকে  (৪৫) উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান ও জেলানাসার ভিডিপি ব্যাটালিয়ন কমান্ডেন্ট সদন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসকদের অনুরোধ করেন। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আনসার-ভিডিপি ব্যাটালিয়ন কমান্ডেন্ট সদন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।