জীবননগর আন্দুলবাড়িয়ার প্রতারক গরুদালাল কটার কাণ্ড

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ‘তোমার আব্বা ২৫ হাজার টাকায় গরু বিক্রি করে দিয়েছে। টাকা মসজিদে দিয়ে এলাম। তিনি বাড়ি থেকে গরু নিয়ে যেতে বললেন।’ বাড়িতে উপস্থিত ছেলেকে এ কথা বলে গরু নিয়ে সটকে পড়েছে নানা অভিযোগে অভিযুক্ত প্রতারক গরুর দালাল নামে পরিচিত কটা। সে আন্দুলবাড়িয়া কাওড়াপাড়ার মৃত কানাই মণ্ডলের ছেলে। প্রতারক দালালের অভিনব প্রতারণার খপ্পরে পড়ে একমাত্র গরু হারিয়ে কৃষক তার টাকা উদ্ধারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত কুশায় প্রধানের ছেলে দরিদ্র কৃষক সামসুল প্রধান। সম্প্রতি তিনি সংসারের অভাব অনটনের কারণে তার একমাত্র সম্বল একটি এঁড়ে গরু বিক্রি করার সহরত দিলে কটা গরুটি দেখে ২৫ হাজার টাকা দামদর করে। প্রতারিত কৃষক সামছুল প্রধান বলেছেন, দুপুরে টাকা দিয়ে গরু নিয়ে যাওয়ার কথা বলে তিনি চলে যায়। স্থানীয় মসজিদে জোহরের আজান দিতে গেলে প্রতারক কটা সুযোগ বুঝে বাড়ি গিয়ে ছেলেকে পেয়ে তোমার আব্বার নিকট টাকা দিয়ে এসেছি বলে গরু নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এছাড়াও অভিযুক্ত গরুর দালাল কটার বিরুদ্ধে আন্দুলবাড়িয়া, হারদা ও ডুমুরিয়া গ্রাম থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের গরু নিয়ে আত্মগোপন করার অভিযোগ উঠেছে। প্রতারক কটার প্রতারণার কবলে পড়ে ভুক্তভোগী অনেকেই পথে বসেছেন।