জীবননগরে যৌন হয়রানিকারী তিন বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

জীবননগর ব্যুরো: জীবননগরে যৌন হয়রানিকারী তিন বখাটেকে ভ্রাম্যমাণ বিচারিক আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সাজেদুর রহমান তিন বখাটেকে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে- চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি গ্রামের জোয়া মুন্সিপাড়ার মোসাব আলীর ছেলে মোটরসাইকেল মেরামতকারী সাইদ হোসেন (২১), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে চা দোকানি আরিফ রহমান (২২) ও আলী কদরের ছেলে মোটরসাইকেল মেরামতকারী কাজল হোসেন (১৯)। সাজাপ্রাপ্তদেরকে আজ শুক্রবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হতে পারে।

পুলিশসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বুজরুকগড়গড়ি গ্রামের জোয়া মুন্সিপাড়ার সাইদ হোসেন, আরিফ রহমান ও কাজল হোসেন গত তিনমাস ধরে জীবননগর উপজেলার দৌলতগঞ্জ পুরাতন ব্রিজপাড়ার এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। এর এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই তিন বখাটে মেয়েটির বাড়িতে গিয়ে উত্ত্যক্ত শুরু করে। এ সময় প্রতিবেশীরা এসে তিন বখাটেকে আটক করার পর জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। রাত আটটার দিকে পুলিশ বখাটেদেরকে ভ্রাম্যমাণ বিচারিক আদালতে হাজির করলে তারা বিচারকের কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। এ সময় বিচারক সাজেদুর রহমান সাইদ হোসেনকে দু মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আরিফ রহমান ও কাজল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।