জীবননগরে মোটরপার্টসের দোকানে চকলেট রেখে প্রতারণা

 

জীবননগর ব্যুরো: জীবননগরে একটি মোটরপার্টসের দোকানে ৬ বয়ম চকলেট রেখে ২০ লিটার মবিল নিয়ে সটকে পড়েছে প্রতারকচক্র। মোটরসাইকেলযোগে আসা দু প্রতারক দোকানির অনুপস্থিতিতে এ প্রতারণা করে। গতকাল সোমবার দুপুরে জীবননগর বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত কামাল মোটরসে এ প্রতারণার ঘটনা ঘটে।

জানা যায়, কামাল মোটরসের স্বত্বাধিকারী কামরুজ্জামান দুপুরে দোকান থেকে বাড়িতে যান। এ সময় এক শিশু দোকানে অবস্থান করছিলো। হঠাৎ মোটরসাইকেলে আসা দু যুবক দোকানের ভেতরে প্রবেশ করে মবিলের ৫ লিটারের ৪টি ক্যান নিয়ে বেরিয়ে আসে। শিশুটি এ সময় তাদের বাধা দিলে তারা কার্টুন ভর্তি ৬ বয়ম চকলেট রেখে আসছি বলে সটকে পড়ে। দোকানি ফিরে এসে চকলেটের কার্টন হতে রিগ্যাল মার্কেটিং কোম্পানি নামে একটি বিক্রি রসিদ বইসহ ৬ বয়ম চকলেট উদ্ধার করে। পরে তিনি উদ্ধারকৃত রসিদ বইয়ে থাকা মোবাইলফোনে ফোন করে প্রতারণার বিষয়টি আঁচ করতে পারেন। পার্টস ব্যবসায়ী কামাল জানান, প্রতারকচক্র তার প্রায় সাড়ে ৭ হাজার টাকার মবিল নিয়ে গেছে।