জীবননগরে ভিজিএফ’র চাল বিতরণকে কেন্দ্র করে হামলা

পৌর কাউন্সিলর হযরত আলী গুরুতর জখম

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভিজিএফ’র চাল বিতরণকে কেন্দ্র করে হামলায় পৌর কাউন্সিলর হযরত আলী (৩৮) গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভিজিএফ’র চাল বিতরণ নিয়ে পৌর মেয়র নোয়াব আলীর সাথে আলোচনার একপর্যায়ে বাগবিতণ্ডার সৃষ্টি হলে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় কাউন্সিলর হযরত আলীকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাউন্সিলর হযরত আলী জানান, গতকাল সকালে পৌরসভায় দরিদ্রের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এ চাল বিতরণকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪২) অন্যদের থেকে ৮নং ওয়ার্ডে বেশি পরিমাণ চাল বিতরণ করেন বলে অভিযোগ। এতে প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ করে। পরবর্তীতে রাত ৯টার দিকে পৌর মেয়র হাজি নোয়াব আলীর নিজস্ব অফিসে ভিজিএফ’র চাল বিতরণ নিয়ে আলোচনায় বসা হয়। আলোচনার একপর্যায়ে বাগবিতণ্ডার সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে। হামলায় পৌর কাউন্সিলর হযরত আলীর মাথায় আঘাত লাগলে তিনি রক্তাক্ত জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।