জীবননগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা

জীবননগর ব্যুরো: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই, প্রতিপাদ্য বিষয় নিয়ে এবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (চ.দা.) ডা. মাহমুদা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা, জাতীয় তরুণ সংঘের সূর্যের হাসি ক্লিনিকের সার্ভিস প্রমোটর হাফিজুর রহমান।  আলোচনা সভায় স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সুধী ও এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্বাস্থ্য সহকারী মুন্সী আব্দুস সবুর।