জীবননগরে চরমপন্থি সংগঠনের নামে গণহারে চাঁদা দাবি

 

জীবননগর ব্যুরো: জীবননগরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা নেতা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে গণহারে চাঁদা দাবি করা হচ্ছে। গতকাল মঙ্গলবার শহরের বিশিষ্ট এক ব্যবসায়ীর নিকট নিজেকে সর্বহারা প্রধান তুষার বাবু পরিচয় দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা শহরের বিশিষ্ট এক ব্যবসায়ী জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তার কাছে ০১৮৬৩৪৯০২৭৯ নম্বর থেকে ফোন করে বলা হয়, আমি চরমপন্থি সংগঠন সর্বহারা প্রধান নেতা তুষার বাবু বলছি। আমার দলের লোকজনের জন্য আপনাকে ৩০ লাখ টাকা সাহায্য করতে হবে। এক সপ্তার মধ্যে যদি ৩০ লাখ টাকা না দেন তাহলে আপনাকে হত্যা করা হবে। শুধু ওই ব্যবসায়ীই না, গত এক সপ্তা ধরে উপজেলা শহরের প্রায় ডজনখানেক ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারার নামে এ ধরনের মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দাবির এ ঘটনায় উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।